সিরাজগঞ্জ জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকাকে আনুষ্ঠানিকভাবে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রায়গঞ্জ উপজেলার অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।২৩ জুন রবিবার সন্ধ্যা ৬টায় রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সামিমুর রহমানের সভাপতিত্বে দৈনিক প্রথম আলো পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুর রহমান সাজু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড ইমরুল তালুকদার ইমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত আজমেরী হক, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, রায়গঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান সিস্কৃতি রাণী, রায়গঞ্জ থানার তদন্ত ওসি শহিদুল ইসলামসহ তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার ইউনিয়ন চেয়রাম্যানগণ, সাংবাদিকবৃন্দ। তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান ফোরাম, সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বিদায়ী উপঢৌকন তুলে দিয়ে বিদায়ী অতিথিকে সংবর্ধনা দেয়া হয়।