সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আলনা বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার (১৩ -এপ্রিল) সিরাজগঞ্জ পুলিশ লাইনস্, এ প্রতিটি থানা ব্যারাকে অবস্থানরত সকল পুলিশ সদস্যদের পরিস্কার-পরিচ্ছন্ন, মানসম্মত ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করার জন্য ০১টি করে আলনা জেলা পুলিশের পক্ষ থেকে প্রদান করেন পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।
উল্লেখ্য, ইতোপূর্বে পুলিশ লাইনসের ৩০০ (তিনশত) জন পুলিশ সদস্যের প্রত্যেককে দৈনন্দিন ব্যবহৃত ব্যবহার্য কাপড়-চোপড় রাখার জন্য একটি করে আলনা সরবরাহ করা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল ইমরান হোসেন,এএসপি সার্কেল, থানার অফিসার ইনচার্জগণ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।