সিরাজগঞ্জ জেলা পুলিশের গৌরবের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উদযাপন
মাসুদ রেজা, নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ জেলা পুলিশ বাঙালী জাতির স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বর্নাঢ্য আয়োজন মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
“আমার টাকায়
আমার সেতু
বাংলাদেশের
পদ্মা সেতু”
বাঙ্গালী জাতির অহংকার ও গৌরবের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) দিনটিকে স্মরনীয় করে রাখতে পুলিশ সদর দপ্তরের নিদের্শনা মোতাবেক সিরাজগঞ্জ জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
মুন্সীগঞ্জ জেলার মাওয়া প্রান্তেু সেতুর উদ্বোধনী অনুষ্ঠান পুলিশ লাইনস ড্রিলশেডে সম্মিলিতভাবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড এর মাধ্যমে বড় পর্দায় উপভোগের ব্যবস্থা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ হতে এক আনন্দ র্যালি বের করে পুলিশ লাইন্স রিজার্ভ অফিস হতে প্রদক্ষিণ করে ড্রিলসেডে এসে শেষ হয়। পরবর্তীতে স্বপ্নের পদ্মা সেতু নিয়ে এক ডকুমেন্টারি ডিজিটাল ডিসপ্লে বোর্ড এর মাধ্যমে প্রদর্শন করা হয়। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, পদ্মা সেতু শুধু দক্ষিণ বঙ্গের আর্থ সামাজিক উন্নয়নে প্রভাব বিস্তার করবে না বরং এটি সমগ্র দেশের আর্থ সামাজিক উন্নয়ন খাতকে সমৃদ্ধ করবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধন এর মাধ্যমে দেশের সড়ক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো আজ। উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু, যা দেশীয় অর্থায়নে বড় অবকাঠামো নির্মাণে বাংলাদেশের সক্ষমতাও প্রকাশ করছে। সবশেষে বেলুন উড়িয়ে আতশবাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কমান্ড্যান্ট(পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিবিআই পুলিশ সুপার, সিআইডি পুলিশ সুপার, সিরাজগঞ্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন থানা হতে অফিসার ও ফোর্সবৃন্দ, আরআই, আরওআই, আরও-১ সহ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।