সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ইভিএমে যারা বিজয়ী হলেন।
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিনাপ্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান পদে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস নির্বাচিত হন। এবং সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ,কে শামসুদ্দীন সম্মেলন কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে, ঘোষণা করেন, জেলা প্রশাসক ও রিটানিং অফিসার ড. ফারুক আহাম্মদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গণপতি রায়, সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-২০২২ সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান, নির্বাচন কর্মকর্তা মোছাঃ নুরজাহান খাতুন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর সাধারণ সদস্য পদে ২ নং ওয়ার্ডের একরামুল হক টিউবওয়েল প্রতিকে ৭৫ ভােট পেয়ে জয়লাভ করে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, মোঃ মিজানুর রহমান উট নিয়ে ৫১ ভোট পান। ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ আমিনুল ইসলাম খান বৈদ্যুতিক পাখা প্রতিকে ৫৯ ভোট পেয়ে জয়লাভ করে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ কামরুল হাসান হাতি প্রতিকে ৩৯ ভোট পান। ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ সুমন সরকার বৈদ্যুতিক পাখা প্রতিকে৭৯ ভোট পেয়ে জয়লাভ করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ গোলাম মোস্তফা তালা প্রতিকে ৪২ ভোট পান। ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ শরিফুল ইসলাম বৈদ্যুতিক পাখা প্রতিকে ৫৪ ভোট পেয়ে জয়লাভ করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ সিরাজুল ইসলাম টিউবওয়েল প্রতিকে ৪০ ভোট পান।
৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ আব্দুর রহিম তালা প্রতিকে ৭৭ ভোট পেয়ে জয়লাভ করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ ইকবাল হোসেন অটোরিকশা ৪৬ ভোট পান।
৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ আমিনুল ইসলাম আল-আমিন উট পাখি প্রতিকে ৫২ ভোট জয়লাভ করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ শাহজাহান প্রমানিক অটোরিকশা প্রতিকে ৪২ ভোট পান।
৯ ওয়ার্ডের মোঃ মাসুদরানা তালা প্রতিকে ৪৪ ভোট পেয়ে জয়লাভ করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ রাশেদুল ইসলাম (সিরাজ) অটোরিকশা প্রতিকে ৩০ ভোট পান।
১ নং সংরক্ষিত নারী আসনে মোছাঃ জুই পারভীন ফুটবল প্রতিকে১৮১ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
কাজি সেলিনা পারভীন দোয়াত কলম প্রতিকে ১০৭ ভোট পান।
২ নং সংরক্ষিত নারী আসনে মোছাঃ কামরুন্নাহার ফুটবল প্রতিকে১৮৮ ভোট পেয়ে জয়লাভ করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোছাঃ পরি খাতুন হরিণ প্রতিকে ১৫৯ ভোট পান।
৩ নং সংরক্ষিত মহিলা আসনে মোছাঃ নারগিছ খাতুন টেবিল ঘড়ি প্রতিকে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোছাঃ লাবণী খাতুন মাইক প্রতিকে ১০৩ ভোট পান।
সোমবার ১৭ অক্টোবর-২০২২ খ্রীঃ সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় ।