সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক মৃত পরিবারকে চেক প্রদান।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক প্রয়াত শ্রমিকের পরিবারকে বিশ হাজার টাকার চেক প্রদান করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের বাজার স্টেশনের নিউ ঢাকা রোডস্থ সংগঠনের কার্যালয় থেকে সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ নামদার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত থেকে পৌর এলাকার প্রয়াত ড্রাইভার ওয়াজেদ আলীর স্ত্রী কল্পনা বেওয়াকে বিশ হাজার টাকার চেক প্রদান করাহয়। উল্লেখ্য, গত এক সপ্তাহ পূর্বে ওয়াজেদ আলী ড্রাইভার তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেন বলেন, সংগঠনের যে কোন সদস্য মৃত্যু বরণ করলে তার পরিবারকে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়। এ ছাড়াও ইউনিয়নের সদস্যদের সন্তানদের এসএসসি পর্যন্ত পড়ালেখার সকল খরচ বহন , চিকিৎসা খরচ সংগঠন করে আসছে। আমরা আগামীতে বেকার বয়স্ক ড্রাইভারদের জন্য বয়স্ক ভাতা দেওয়ার পরিকল্পনা গ্রহন করছি। অনুষ্ঠানে, আরো উপস্হিত সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ-সম্পাদক মোঃ আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব প্রমুখ।