সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর গ্রেফতার ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামী,বাংলাদেশের আমির মাওলানা মোঃ শাহিনুর আলমকে (৪২) পুলিশ গ্রেফতার করেছে ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর’১৮) রাত ৯ টার দিকে পৌর এলাকার ভাসানী মোড়( সমাজ কল্যান মোড়) এলাকার তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শাহিনুর আলম কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের পাইকরতলী গ্রামের মাওলানা ফজলুর রহমানের ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌরএলাকার ৪নং ওয়ার্ডের সয়াধানগড়া উত্তর (সমাজ কল্যান মোড়) এলাকার বাসিন্দা ।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মাদ দাউদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহিনুর আলমের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ৯টি মামলা রয়েছে।
এ জন্য বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।