সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যাগে মতবিনিময় সভায় -স্বাস্হ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যাগে সিরাজগঞ্জ শহরের এস,এস রোডস্হ আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে সোমবার (২৬ নভেম্বর’১৮)সন্ধ্যা এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতেপ্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,১৪ দলের মুখ্যপাত্র স্বাস্হ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি নেতাকর্মীদের উদ্দশ্যে বলেন , সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চত করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে। সেজন্য সবাইকে বাড়ী বাড়ী গিয়ে আমাদের উন্নয়নের কথা তুলে ধরতে হবে আর নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করতে হবে। আমাদের বিজয় হবেই হবেই ইনশাল্লাহ। এতে সভাপতিত্ব করেন, সাবেক মৎস্যমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন, জেলা আআওয়ামীলীগের (সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত) সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলাআওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম হোসেন আলী হাসান, এ্যাডঃ বিমল কুমারদাস , সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, পৌরআওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দীন, সাধারন সম্পাদক আলহাজ্ব দানিউল হক মোল্লা দানী সহ জেলার আরো অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন।

এসময় উপস্হিত ছিলেন আওয়ামীলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসন্ন একাদশ নির্বাচনকে কেন্দ্র করে এমতবিনিময় সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্হিতি ও উৎসব মূখর আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল।