সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল খান আর নেই।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ,ব্যবসায়ী, সিরাজুল ইসলাম খান ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুম সিরাজুল ইসলাম খানের জানাজা নামাজ আগামী ২২ শে ডিসেম্বর রোজ রবিবার বাদ জোহর সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে, এবং রহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানা যায় । তার মৃত্যুতে শোক জানিয়েছেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, সাবেক স্বাস্হ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, সিরাজগঞ্জ সদর -কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না,এমপি সহ সিরাজগঞ্জ জেলার সকল আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।