সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে তাঁত সংশ্লিষ্ট ক্ষুদ্র উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : ” আমার জেলা আমার অহংকার” তাঁত কুঞ্জ সিরাজগঞ্জ এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে স্যসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপির আওতায় বাস্তবায়নাধীন উপ- প্রকল্প সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে পরিবেশগত সমস্যাসমূহ বিবেচনায় রেখে গুণগত মানসম্পন্ন ঐতিহ্যবাহী বাঙ্গালী পোষাকের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর তাঁত সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পণ্য সনদ প্রাপ্তিতে সংযোগ স্থাপন সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ( ১৮ জানুয়ারি ) সকালে শহীদ নগর, কামারখন্দ বাগবাড়ি এনডিপি প্রশিক্ষণ কেন্দ্রে হল রুমে কারিগরি ও আর্থিক সহায়তায় পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি) বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য ও শুভ উদ্বোধন করেন কর্মশালার উদ্ভোধক নির্বাহী পরিচালক (এনডিপি) মোঃ আলাউদ্দীন খান,
কর্মশালায় উদ্যােক্তার দক্ষতা উন্নয়নে বিসিকের সেবাসমূহের উপর সেসনে আলোচনা করেন সিরাজগঞ্জ বিসিক প্রমোশন কর্মকর্তা মোঃ নাসির । এবং বিএসটিআইয়ের সেবা সমূহ ও সহজে বিএসটিআইয়ের সেবা প্রাপ্তির উপায় নিয়ে আলোচনা রাখেন ফিল্ড অফিসার, সার্টিফিকেশন মার্কস, বিএসটিআই রাজশাহী মোঃ সাখাওয়াত হোসেন, ডিভিশনাল ম্যানেজার ( সিএমবি প্রজেক্ট) ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম( এনডিপি) ছাব্বির আহমেদ, , এ ছাড়াও সেসনে ভিডিও ক্লিপসের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব কারখানা ধারণা উপস্থাপনা করেন টেকনিক্যাল অফিসার, এসইপি মোঃ সাখাওয়াত হোসেন, এনডিপি সুকান্ত গোলদার ও এসইপি, এনডিপি মোঃ মাসুম বিল্লাহ , এবং পরিবেশ কর্মকর্তা এসইপি মোঃ মোস্তাফিজুর রহমান, প্রমূখ।

উল্লেখ্য দিনব্যাপী তাঁত সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পণ্য সনদ প্রাপ্তিতে সংযোগ স্থাপন সংক্রান্ত বিষয়ক কর্মশালায় সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প বস্ত খাতে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গ্রামীণ অর্থনীতিতে কৃষির পরে তাঁতই বৃহত্তম গ্রামীণ অর্থনীতিক খাত। কিন্তু ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পে প্রথাগত উৎপাদন, বিপণন ও বাজারজাত ব্যবস্হা বিদ্যমান থাকার কারণে তাঁতীরা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছে। তাছাড়া তাঁত পণ্য উৎপাদনে পরিবেশের খতিকর প্রভাব বিবেচনা না করায় তাঁত ব্যবসাগুচ্ছের পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে যা স্থানীয় জনগণের জন্য মারাত্বক সাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। সিরাজগঞ্জে এই প্রকল্পের আওতায় পিকেএসএফ সহযোগী সংস্থা, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি) তাঁত অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও বেলকুচি উপজেলায় সিরাজগঞ্জ জেলার তাঁত উদ্যোগে পরিবেশগত সমস্যসমূহ বিবেচনায় রেখে গুণগত মানসম্মত ঐতিহ্যবাহী বাঙ্গালী পোষাকের উৎপাদন বৃদ্ধি প্রকল্প শীর্ষক একটি উপ- প্রকল্প বাস্তবায়ন করছে।

কর্মশালায় বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে পেজেন্টেশনে উপস্থাপন করা হয়। যেমন – উদ্যোক্তার দক্ষতা উন্নয়নে বিসিকের সেবা সমূহ, ও বিসিকের কর্মকাণ্ডে তাঁত উদ্যােক্তাদের সম্পৃক্ত হওয়ার উপায়, সহজে বিএসটিআইয়ের সেবা প্রাপ্তির উপায়, এবং প্রকল্পের পটভূমি ও অগ্রগতি পণ্য সনদের গুরুত্ব এবং কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য।
দিনব্যাপী কর্মশালার মূল্যায়নও সমাপনী বক্তব্য রাখেন পরিচালক ঋণ সহায়তা কর্মসূচি এনডিপি মোঃ মোসলেম উদ্দিন আহমেদ, । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক এসইপি এনডিপি মোঃ আশরাফুজ্জামান।