সিরাজগঞ্জ জেলার চিকিৎসকদের সমাবেশ অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ স্বাধীনতা চিকিৎসক (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, শনিবার (৯ ফেব্রুয়ারি-২০১৯) সকালে সিরাজগঞ্জ ২৫০শয্যা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নছা মুজিব জেনারেল হাসপাতালে সম্মেলন কক্ষে চিকিৎসকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সিভিল সার্জন সিরাজগঞ্জের ডাঃ কাজীশামীম হোসেন, কেন্দ্রীয় স্বাচিপ সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডাঃ এম,এ আজিজ, সিরাজগঞ্জ জেলা শাখার বি,এম ‘এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ জহুরুল হক রাজা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, স্বাচিপ সিরাজগঞ্জ েজলা শাখার সভাপতি ডাঃ আব্দুর রাজ্জাক।
পরে সম্মেলনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সন্মেলনে, নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ ওয়ালিউল ইসলাম তালুকদার (অর্থপেডিক্স সার্জন) এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম হিরা (মেডিকেল অফিসার)। এসময় সিরাজগঞ্জের বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।