সিরাজগঞ্জ জেলায় আমের মুকুল ছড়াচ্ছে পাগল করা ঘ্রাণ
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
‘আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ে যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ…।’ পল্লীকবি জসীম উদ্দিনের ‘মামার বাড়ি’ কবিতার পংক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে আর মাত্র কয়েক মাস। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। এজন্য এ জেলাকে বলা হয় আমের রাজধানী। সিরাজগঞ্জ জেলার সদর, কামারখন্দ,বেলকুচি, এনায়েতপুর, সলঙ্গা,রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলায় এখন আম গাছে গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ।