সিরাজগঞ্জ জেলাপ্রশাসন ও শিল্পকলা একাডীম’র আয়োজনে “বসন্ত উৎসব” উদযাপন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ পহেলা ফাল্গুন ১৪২৫ বাংলা উপলক্ষে “বসন্ত উৎসব” উদযাপন সিরাজগঞ্জ জেলাপ্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী’র আয়োজনে, শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বুধবার (১৩ফেব্রুয়ারি-২০১৯) বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা শিল্পকলাএকাডেমীর সভাপতি কামরুন নাহার সিদ্দীকা। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দীন শামীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জলল হোসেন, সিরাজগঞ্জ নজরুল একাডেমীর আহবায়ক বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ,সন্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি আসাদ উদ্দীন পবলু, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশ করেন, জেলাপ্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ইব্রাহীম হোসেন ও জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী শিল্পীবৃন্দ সংগীত ও নৃত্য পরিবেশন করেন ।