সিরাজগঞ্জ জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলাপ্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্হার সহযোগিতায় জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি-২০১৯) বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্হার সভাপতি কামরুন নাহার সিদ্দীকা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত) সদর-কামার খন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দীন শামীম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তোফাজ্জলল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ও সিরাজগঞ্জ সদর সার্কেল স্নিগ্ধ আক্তার, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মাদ রায়হান, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান,সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)আনিসুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন, সাধারন সম্পাদক এমদাদুল হকপ্রমুখ ।
ফাইনাল খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ৩-১গোলে জয়লাভ করে রায়গঞ্জ উপজেলাকে পরাজিত করে উপর্যুপরিভাবে ২য় বারের মত সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পরে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহন করেন সদর উপজেলার টিম । খেলাগুলোর ধারা বিবরণীতে ছিলেন, ধারা ভাষ্যকার আব্দুল্লাহ-আল মাহমুদ। ফাইনাল খেলার অনুষ্ঠানে, সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের অধিনায়ক মাঠ কাপানো খেলোয়াড় এনাম আহম্মেদ রতন তার দীর্ঘতম ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট২০১৯ মধ্যে দিয়ে ।তিনি ১৯৮৭ সালে এরশাদ কাপ ফুটবল দিয়ে খেলার শুরু করেছিলেন।