সিরাজগঞ্জ জাতীয় আইনগত সহায়তা দিবসে ব্র্যাকের কর্মসুচি পালিত।
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জ জাতীয় আইনগত সহায়তা দিবসে ব্র্যাকের কর্মসুচি পালিত।
“বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই স্লোগানকে সামনে রেখে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি সিরাজগঞ্জ এর আয়োজনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা ।
জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উক্ত কর্মসুচিতে অংশ নেন ব্র্যাক উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জেলা ব্যবস্থাপক (সেলপ) বিদুৎ কুমার নন্দী ব্র্যাক জেলা সমন্বয় মোঃ রইচ উদ্দিন , সিনিয়র অফিসার পিটি মো: আতিকুর রহমান, অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা, সহ অন্যানরা। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।