সিরাজগঞ্জ চৌহালীতে ইয়াবাসহ আটক ১
আবির হোসাইন শাহিন,নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ খাষ-ঘুনি পাড়ার মহল্লার মৃত আয়নাল সেখের বড় ছেলে মাদক সম্রাট মো:সোহান সেখ (৩০) কে আটক করেছে থানা পুলিশ। চৌহালী থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খাষকাউলিয়া ইউনিয়নের বেবিষ্ঠান এ অভিযান চালিয়ে মাদক সম্রাট সোহান সেখ কে ইয়াবাসহ আটক করা হয়।
চৌহালী থানায় মাদক দ্রব্য নিয়ন্র আইনে মামলা দায়ের করা হয়েছে, কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। চৌহালী থানার এস আই রফিকের নেত্বতে এসময় উপস্হিত ছিলেন চৌহালী থানার এএস আই সিরাজুল ইসলাম প্রমুখ ।