সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৩৬ তম সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পবিত্র কোরআন তেলায়াত, গীতাপাঠ, স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরণে ও বিগত দিনে সিরাজগঞ্জ চেম্বারের কয়েকজন কর্মকর্তাদের মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও আলোচনা সভা করা হয়। শনিবার (২৮ডিসেম্বর) সকাল সাড়ে১০টায় সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সম্মেলন কক্ষে বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর -কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, দলমত নির্বিশেষের প্রকৃত ছোট-বড় ব্যবসায়ীরাই চেম্বারের নেতা ও সদস্য হবেন। বেকার সমস্যা সমাধানের জন্য সিরাজগঞ্জে শিল্পপার্ক ও অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে।দেশটাকে সোনার বাংলায় গড়তে সকলের সহযোগীতা কামনা করেন।
উক্ত সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ, পৌর মেয়র সৈয়দ আব্দুর মুক্তা, সিরাজগঞ্জ চেম্বার অব ইন্ডাষ্ট্রির গ্রুপ মেম্বর আলহাজ্ব মোঃ আব্দুস ছালাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদিকা ড. জান্নাত আরা হেনরী তালুকদার, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, চেম্বার ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল হাকিম, পরিচালক জিহাদ আল ইসলাম। অনুষ্ঠানে, প্রাপ্তি হিসাব উপস্হাপন করেন, চেম্বার পরিচালক আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম, গৃহীত আয়-ব্যয়ের হিসাব উপস্হাপন করেন, চেম্বার পরিচালক বিশিষ্ট সাংবাদিক নূরুল ইসলাম বাবু, আগামী২০২০ সালের সম্ভাব্য উপস্হাপন করেন,পরিচালক মোহাম্মাদ আলী জিন্নাহ । প্রধান অতিথি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান,চেম্বার প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য্য, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা’কে ফুলেল শুভেচ্ছা জানান , চেম্বার পরিচালক শফিক মোহাম্মদ রুমন সহ অনেকে।