সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লিঃ এর আয়োজনে, দোয়া, মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার ( ২৯ মে) ২৩ রমজান ইফতার পূর্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সদর- কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, পুলিশ সুপার বিপিএম টুটুল চক্রবর্তী, পুলিশ সুপার পদউন্নতি মর্যাদায় আবু ইউসূফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু জাফর , সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট ও সদর-কামারখন্দ আসনের এমপি’র সহধর্মীনি শারিতা মিল্লাত, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আলহাজ্ব মোস্তফা কামাল খান প্রমুখ। এতে সভাপতিত্বকরেন, সিরাজগঞ্জ চেম্বার অব ইন্ডাঃ এর প্রেসিডেন্ট আলহাজ্ব আবু ইউসূফ সূর্য। ইফতার মাহফিলের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস মসজিদের খতিব মওলানা শহীদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম। এসময় চেম্বারের সকল কর্মকর্তা, কর্মচারি, শহরের বিভিন্ন ব্যবসায়ীরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কয়েকজন উপস্হিত ছিলেন।