সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (২০১৯-২০) ২ বছর মেয়াদি নব নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব¡ গ্রহন অনুষ্ঠান শনিবার দুপুরে চেম্বারের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাস্ট্র্র মন্ত্রনালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ হাবিবে মিল¬াত মুন্না এমপি। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা,পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ শেষে ও দায়িত্ব হস্তান্তর করা হয়।