সিরাজগঞ্জ ক্রসবার- ৩ এর ২টি ধ্বসের স্হানে জিও ব্যাগ ও ডাম্পিং এর কাজ চলছে।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের শহর রক্ষার যমুনা নদীর ৩ নং ক্রসবার বাঁধের ধ্বসের ২টি স্হানেই দিন-রাত জিওব্যাগ ও ডাম্পিং এর কাজ দ্রুত চলছে । রোববার সকাল ১০টার দিকে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বাঁধের প্রায় ৭০ মিটার জুড়ে ২ টি স্হানে ভাঙনের ধ্বস হয় । ধ্বসের স্হানে বিকালে পাউবো রাজশাহী জোন প্রধান প্রকৌশলী পরিদর্শন করেছেন।
সার্বক্ষনিক রয়েছেন তত্তাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো’)র নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, তিনি বলেন, ভাঙনরোধে গত দু’দিন ধরে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ বিরামহীন ভাবে দিন-রাত চলছে ।আপাতত তেমন শংন্কা নেই উপ-বিভাগীয় প্রকৌশলী একে এম রফিকুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম কে ধ্বসের এলাকায় ড্রোন দিয়ে ছবি তোলা ও গবেষণার কাজ করতে দেখা যায়। সিরাজগঞ্জ পাউবো’র উপ-সহকারি প্রকৌশলী
রনজিৎ কুমার সরকার জানান,ধ্বসের ২টি স্হানে আমরা সার্বক্ষনিক আছি মেরামতের কাজ চলছে ভয় নেই।