সিরাজগঞ্জ কামারখন্দে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইউএনও জাহাঙ্গীর আলম
খাইরুল ইসলাম,(কামার খন্দ প্রতিনিধি) :
সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম। খাইরুল ইসলাম( স্টাফ রিপোর্টার) রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, উপজেলায় কোথাও কোন অনিয়ম দুর্নীতির ঘটনা ঘটলে হলে আমাকে জানান আমি ওই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবো। ইতোমধ্যে কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলাকে মাদকমুক্ত করতে কামারখন্দের সাংবাদিকদের ভূমিকা ছিল প্রশংসা করার মত। বাল্যবিবাহ রোধের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও। সভায় সহকারি কমিশনার (ভূমি) শিফা নুসরাত, কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, কামারখন্দ প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়া, যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক রাজ, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল, সদস্য খাইরুল ইসলাম, দুলাল হোসেন, ইয়াছিন কবীর, , আশিক সরকার, রাইসুল ইসলাম রিপন, আল মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।