সিরাজগঞ্জ -কড্ডা আঞ্চলিক সড়কের কাদাইয়ে স্কুলব্যাগে মিলল ৮টি শাটার গান।
সিরাজগঞ্জ : আজিজুর রহমান মুন্না
সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই এলাকায় অভিযান চালিয়ে ৮টি শাটার গান ও ১৫ রাউন্ড গুলিসহ গোপাল চন্দ্র সূত্রধর (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে কাদাই এলাকার ডেলপার্কের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।আটক গোপাল সূত্রধর বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।বিকেলে সিরাজগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।
তিনি জানান, গোপাল চন্দ্র সূত্রধর অজ্ঞাত কোনো এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে স্কুলব্যাগের ভেতরে অস্ত্র নিয়ে কাদাই এলাকায় ডেলপার্কের সামনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার কাছে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে ৮টি শুটার গান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, আটক গোপাল চন্দ্র সূত্রধর শাটার গানের কাঠের অংশটুকু নিজেই তৈরি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি প্রায় দেড় বছর ধরে আগ্নেয়াস্ত্র তৈরি ও ক্রেতার চাহিদা অনুযায়ী সরবরাহ করে আসছিলেন। অবৈধ অস্ত্র উৎপাদন, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।