সিরাজগঞ্জ উন্নয়ন মেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টল পরিদর্শনে সন্তস্টি প্রকাশ করলেন পানি সম্পদ সচিব।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলাপ্রশাসনের আয়োজনে সারাদেশের ন্যায় ৩ দিন ব্যাপি (৪ হতে ৬ অক্টোবর) পর্যন্ত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শহীদ সামসুদ্দীন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে মেলার ২য় দিনে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের স্টলটি পরির্দশন করে সন্তস্টি প্রকাশ করেন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ সচিবকে দুর্যোগ-দূর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। অগ্নিকান্ড সহ সকল দুর্যোগ দ্রুত মোকাবেলার জন্য বর্তমান সরকার যে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়েছেন সার্চ ভিশনক্যামেরা, হাইড্রোলক স্প্রেডার,এয়ার ব্রয়ার,পাইপ কুইজার,ডোর ওপেনার,রোটারী বেসকিউস, চেইন “স”,কাম এলং,চিপিং হেমার, ফায়ার এক্সটিংগুইসার, রেসিপ্রকেটিং ‘ স’, বান্স্ব পাইপ প্রভৃতি যন্ত্রপাতি দেখানএবং ব্রিফিং করেন।

উল্লেখ্য,৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধক, র‍্যালির প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ওসদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। সন্মানিত অতিথি হিসাবে মেলা পরিদর্শন করেন, পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, পুুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এছাড়াও এসময় উপস্হিত ছিলেন,বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সিরাজগঞ্জ বাসীর একাংশ।

উন্নয়নমেলায় সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক স্টল প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসনের স্টল, জেলা পুলিশের স্টল, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,এলজিইডি,সমাজসেবা অধিদপ্তর, জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভূমি অফিস, বিআরটিএ,গণপূর্তবিভাগ,ত্রাণ দূর্যোগ বিভাগ, পাসপোর্ট অফিস, সড়ক ওজনপদ অফিস, মৎস্য অফিস, পশ্চিমা অন্চল গ্যাস কোম্পানী লিমিটে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সহ বিভিন্ন স্টলগুলো মানুষের নজর কেড়ে নিয়েছে।

স্কুল-কলেজে শিক্ষার্থীদের ব্যাপক উপস্হিতি ছাড়াও শতশত দর্শনার্থীদের উপস্হিতি পরিলক্ষিত হয়েছে। মেলায় প্রতিদিন সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলেধরা এবং সরকারের ভবিষ্যত কর্ম পরিকল্পনা এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার এসডিজি কার্যক্রমে জনগণকে সম্পৃক্তকরা, জেলা ব্রান্ডিং, স্হানীয় জনপ্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাদের যৌথ অংশ গ্রহণে স্হানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময়, বাস্তবায়ন পরিকল্পনা এবং শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সম্পর্কে জনগণেরঅংশীদারিত্ব বৃদ্ধি করার লক্ষ্যে এই উন্নয়ন মেলা। সারাদেশব্যপী মেলার অংশ হিসাবে সিরাজগঞ্জের উন্নয়ন মেলায় প্রতিদিন আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় উৎসবমুখরে উন্নয়নমেলা হচ্ছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.