সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনলোজিতে নবীন বরণ অনুষ্ঠিত ।
আজিজুর রহমান মুুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের শীর্ষতম বেসরকারি কারিগরি কলেজ সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনলোজি (সিট)র শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ শহরের মিরপুর বিড়ালাকুটিতে সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনলোজি (সিট)র হলরুমে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়েছে । সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব টেকনলোজির ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল কাদেরের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিবি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম, দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, উপাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ওই প্রতিষ্ঠানের রেজিস্ট্রার মোঃ ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক তিথি খান, মোঃ শহীদুল ইসলাম, ডালিয়া আফরোজ কণা, জাহিদ হাসান, আতিকুন নাহার বিথী, জাকিরুল ইসলাম, আমিনুল ইসলাম, শামীম হোসেন, বিপ্লব হাসান, মাহবুবুর রহমান, আতিকুল ইসলাম প্রমুখ। এ সময় অতিথিরা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে কারিগরি শিক্ষার ওপর। প্রযুক্তিগতভাবে দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারণ কারিগরি শিক্ষায় শিক্ষিতরা বেকার থাকে না।