সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ আনসার ও ভিডিপি’র দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায়, জেলা প্রশাসনের সমন্বয়ে আনসার ও ভিডিপি’র সদস্যদের সাথে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আনসার ও ভিডিপির হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় জেলার ৯টি উপজেলার ৫০ জন আনসার ও ভিডিপির সদস্য অংশগ্রহন করেন।
সার্কেল অ্যাডজ্যুট্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন এর উপস্থাপনায় সভার সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রানীসম্পদ কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ স্কতারুজ্জামান ভূঁইয়া, ইউনিসেফ বাংলাদেশ এর রাজশাহী ও রংপুরের বিভাগীয় কর্মকর্তা (নিউট্রিশন) মোঃ শহীদুল হাসান, ইউনিসেফ বাংলাদেশ এর জেলা সমন্বয়ক এ,কে,এম শফিকুল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, চৌহালী মোঃ সোহেল রানা। জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা তার বক্তব্যে বলেন সামগ্রিক ভাবে বন্যা দূর্গত মানুষের পাশে থেকে তাদের সকল সহযোগিতা করার জন্য আমরা ২৫৫ জন সদস্যকে প্রশিক্ষন দিয়েছি। তারা ইতিমধ্যেই বন্যাকবলিত ও পানিবন্দি মানুষদের সার্বিক ভাবে স্বেচ্ছায় সহযোগিতা করে যাচ্ছেন। অনেক দেশের মধ্যে আমাদের দেশ যেমন এখন মডেল হিসাবে প্রমানিত তেমনি আমাদের এই সর্ববৃহত বাহিনী ও একদিন দেশের মডেল হিসাবে ভূমিকা রাখবে বলে আশাকরি। তিনি আরও বলেন অফিসিয়ালি তেমন কোনো বরাদ্ধ না থাকলেও আমি ব্যাক্তিগতভাবে চেষ্টা করবো আপনাদের আর্থিক ও সার্বিক সহযোগিতার জন্য। এবং সর্বদা পাশে থাকার ও প্রত্যয় ব্যাক্ত করেন। এসময় তিনি সকলের সহযোগিতা চেয়ে সার্বিক ভাবে পাশে থাকার আহবান
জানান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে আনসার ও ভিডিপি সদস্যদের বলেন আপনারাই একদম খুব কাছে থেকে তাদের সেবা করার সুযোগ পান। সব খবরাখবর ও আপনারাই আগে নিতে ও দিতে পারবেন। সেটাকে কাজে লাগাবেন। এবং যেকোন বিষয়ে তার সাহায্য লাগলে জানাতে বলার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
ইউনিসেফ বাংলাদেশ এর রাজশাহী ও রংপুরের বিভাগীয় কর্মকর্তা (নিউট্রিশন) মোঃ শহীদুল হাসান তার বক্তব্যে শিশু ও মাতৃস্যাস্থের উপরে গুরুত্ব আরোপ করে বলেন, আপনারা খেয়াল রাখবেন এই বন্যায় নিরাপদ পানি ও খাদ্যের কারনে এবং পানিবাহিত অনেক রোগের কারনে শিশু ও মায়েরা অনেক জটিল রোগের দ্বারা আক্রান্ত হন। পাশাপাশি কোন এলাকার কতো পরিবার পানিবন্দি এবং নিরাপাদ পানি ও খাবার পাচ্ছেন কিনা সে সকল বিষয়ে অবগত করার আহবান জানিয়ে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ইউনিসেফ বাংলাদেশ এর জেলা সমন্বয়ক এ,কে,এম শফিকুল আলম সেনিটেশন সহ পানিবাহিত সকল রগ সম্পর্কে সবাইকে অবহিত করার আহবানের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে অন্যান্য সবাইকে এবং সাধারন জনগঙ্কেও অংশগ্রহন করানোর আহবান জানান। সতর্কতা ও শৃঙ্গলার জন্য যে বাহিনী দরকার হয় সেটা আনসার ভিডিপি বাহিনী উল্ল্যেখ করে বাহিনীর সকল কর্মকান্ডের প্রশঙ্গা করে বন্যার্তদের জন্য সার্বিক সহযোগিতা থাকবে উল্ল্যেখ করে সদস্যদের সঠিক তথ্য প্রদানের জন্য আহবান জানান।

জেলা প্রানীসম্পদ কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ স্কতারুজ্জামান ভূঁইয়া তার বক্তব্যে বলেন, আপনারা খেয়াল করলে দেখবেন যে বান্যার্ত বা পানিবন্দি মানুষ যখন নিরাপদ আশ্রয়ে যায় তখনও অন্য কিছু না নিলেও হাঁস মুরগী গরু ছাগল বা গবাদী পশু সঙ্গে নিয়ে যান। গ্রামের মানুষের এটাও একটা আয়ের পথ। তাই মানুষের পাশাপাশি এগুলোর নিরাপত্তার জন্য ও আপনারা কাজ করবেন। পশুপাখির যেকোন চিকিৎসার জন্য তার সার্বিক সহযোগিতা চলমান থাকবে বলে উল্ল্যেখ করে এই সকল বিষয়গুলো মাথায় রেখে এর জন্য পর্যাপ্ত অনুদানের আহবান জানান। এসময় তিনি যৌতুক, বাল্যবিবাহ, সড়ক দূর্ঘটা সহ সামাজিক বিষইয়ে সবাইকে সচেতন করার ও আহবান জানান এই বাহিনীর নিকট। পরিশেষে জেলা কমান্ড্যান্ট সকল সদস্যকে সব বন্যার্ত ও পানিবন্দি মানুষকে আপন ভেবে সর্বাত্বক সহযোগিতা আহবান জানিয়ে স্বেচ্ছায় এই শ্রম ও সহযোগিতার জন্য সকল আনসার ও ভিডিপি’র সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় কম্পিউটার প্রশিক্ষক এস. এম. কামরুল হাসান (আশিক) সহ বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।