সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল-২ এর ক্ষতিগ্রস্থ ভুমি মালিকদের সাথে প্রকল্প পরিচালকের মতবিনিময়।
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল-২ এর ক্ষতিগ্রস্থ ১০টি মৌজার ভূমি মালিকরা ক্ষতিপূরনের দাবিতে সোমবার (৬ মে-২০১৯) অর্থনৈতিক অঞ্চল এর প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নূর-এ-আলম মোঃ যোবায়ের সরোয়ার এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ শহরের মালশা পাড়া –ক্রসবার-০৩ এলাকায় অতিদ্রুত ভূমির ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এসময় তারা বলেন এই মৌজাগুলির ভূমির মালিকদের রেকর্ডভূক্ত সম্পত্তি। এ পর্যন্ত ক্ষতি পূরনের ব্যবস্থা না করায় তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃস্টি হয়েছে। ক্ষতিগ্রস্হ ভূমির মালিক এস,এম মজনুর রহমান, ১১নং ওয়ার্ড পৌর কান্সিলর সিরাজুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন তারা, ইকবাল আহমেদ, হুমায়ন ইসলাম, নজরুল ইসলাম মন্ডল, ফকির প্রামানিক, মালেক মোল্লা প্রমুখ। এসময় প্রকল্প পরিচালক তার বক্তবে বলেন, তালিকাভুক্ত সকলকে আগামী ১৫দিনের মধ্যে ফসলের ক্ষতিপুরণ প্রদান করা হবে। তিনি প্রকল্প নিয়ে আরও বলেন, বর্তমান অর্থনৈতিক অঞ্চলটি বেজা এবং বিসিক দুইজনই নিতে আগ্রহী। আমরা সেই অনুয়ায়ী সকল কাগজপত্র সম্পূন্ন করিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি। এখন প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন এই প্রকল্পটি কাজ কাকে প্রদান করা হবে। তাছাড়াও সার্বিক বিষয়ে আমরা জেলা প্রশাসক ও সহাকারী ভুমি কমিশনার সদরের সাথে সর্বদা যোগাযোগ অব্যহত রাখছি। তিনি আশ্বাস্ত করেন যে, নিয়ম অনুয়ায়ী একটু সময় লাগলেও আপনারা কেউ হতাশ হবেন না। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা মুলক ভুমির ন্যায্যমূল্য আপনারা পাবেন। এছাড়াও তিনি সবার সকল প্রশ্নের উত্তর দেন এবং প্রকল্পের সার্বিক বিষয়ে অবহিত করেন।