সিরাজগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে – সিরাজগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সন্মুখ হতে এক বর্ণাঢ্য র্যালি বের হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এসে উক্ত দিবস পালনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, রং বেরঙের বেলুন ফেস্টুন উড়ানো হয়।পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্তি পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সাবেক নারী সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য জেলা আওয়ামী মহিলালীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা তদন্ত কর্মকর্তা মোঃ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার সামিউল ইসলাম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন -রেজোওয়ানা ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন এবং উপস্থিত ছিলেন – সিরাজগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মোঃ নূরুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র নূরুল হক নূরু, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি টি.এম মাইনুল ইসলাম, মৎস্যজীবী লীগ নেতা সুরুৎজ্জামান তালুকদার, জেলা সমবায়ের প্রশিক্ষক রানা ইসলাম মাছরাঙা মৎস্যজীবী সমিতির সভাপতি মঈনুল ইসলাম, সমবায় সংগঠক শিরিন ফেরদৌস মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা, উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি আল আমিন বহুমুখী সমবায় সমিতি লিঃ, রংধনু ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি শাপলা কৃষি সমবায় সমিতি লিঃ সহ জেলার বিভিন্ন সমবায় সমিতি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তব্যে বক্তাগন বলেন- জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা দারিদ্র্য মুক্ত সোনার বাংলা দেশগড়া সেই লক্ষ্যেই তিনি সমবায় ভিত্তিক সমাজ গঠন করেন । তৃণমুল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার সে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ষ্মার্ট বাংলাদেশে রুপান্তর করার দৃঢ়প্রত্যয় নিয়ে গিয়ে যাচ্ছেন।
বক্তাগন আরো বলেন-আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।