সিরাজগঞ্জে ৫’শতাধিক আদিবাসী নারী-পুরুষ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে আদিবাসী নারী-পুরুষ ও গরীব, দুস্থ, অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বিতরনকৃত প্যাকেজে খাদ্য সামগ্রীর মাঝে ছিলো- চাউল-২৫ কেজি, সয়াবিন তেল-৫ লিটার, মসুর ডাউল-২কেজি, আটা-২কেজি।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি বি এল স্কুল মাঠে- নাফ (নমিজান আফতাবী ফাউন্ডেশন) এর অর্থায়নে, জাতীয় পর্যায়ের এনজিও সোশ্যাল এইড এর সহযোগীতায় এবং সিরাজগঞ্জের গ্রামীণ ফেন্ডস লিঃ এর আয়োজনে- সিরাজগঞ্জের পাঁচ শতাধিক আদিবাসী ও গরীব, দুস্থ ও অসহায় জনগোষ্ঠিার মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন, প্রধান অতিথি- বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এন নাছিম রেজা নূর দিপু, সোশ্যাল এইড এর নির্বাহী পরিচালক ইঞ্জিঃ মোঃ বাবুল আকতার, উপ নির্বাহী পরিচালক মোঃ নূরুল আজিম, গ্রামীন ফ্রেন্ডেস এর চেয়ারম্যান মোহাম্মদ আলী সোহেল, ডাইরেক্ট এস এম আব্দুস সালাম, টি আই আব্দুর রহমান, দাতা সংস্থার প্রতিনিধি ইসাহাক এম সোহেল, পিডাব্লিউডি এনজিওর নির্বাহী পরিচালক হুসনে আরা জলি প্রমুখ। উক্ত ফুডপ্যাকেজ পেয়ে আদবাসী নারী-পুরুষ ও গরীব, দুস্থ ও অসহায় মানুষেরা খুশি মনে বাড়ী ফিরছেন।