সিরাজগঞ্জে ২ দিনব্যাপী অল্টারনেটিভ পল্লী চিকিৎসক ২য় ও ৩য় পর্বের সমাপনী।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা গলিতে উৎসব কমিউনিটি সেন্টারে দুই দিন ব্যাপী অল্টারনেটিভ পল্লী চিকিৎসক ২য় ও ৩য় পর্বের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার ২ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায়১৩০ জন প্রশিক্ষার্থীর মাঝে প্রকল্প বাস্তবায়ন করার জন্য সকল সরন্জামদী বিতরণ করেন, প্রকল্পের পরিচালক ডাঃ টি,এম,সালেহ্ উদ্দিন। এ প্রকল্পের সেবা সমুহের মধ্যে তৃণমূল হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুইদিন ব্যাপী প্রশিক্ষক হিসেবে ছিলেন, ডাঃ আকিদ জাবেদ জ্যোতি, ডাঃ মরিয়ম আক্তার এমি।
প্রশিক্ষণে সদস্যর বাড়ি পরিদর্শন, রুগীর সচেতনতা সৃষ্টি, রোগ নির্ণয় সম্পর্কে বিভিন্ন ধরনের কৌশলদী শেখানো হয়। প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার ডিসট্রিক্ট কন্ট্রলিং অফিসার জনাব মীর শাহাদাৎ হোসেন এবং সিরাজগঞ্জ সদর উপজেলার নেতৃত্ব দিচ্ছেন ইউনিট কন্ট্রলিং অফিসার জনাব আশিকুর রহমান রাব্বি। কমিউনিটি সেইফ হেলথ্ পাইলট প্রকল্পের সকল প্রকার সহোযোগিতা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর সভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম।