সিরাজগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৭৬ জন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৯২ শতাংশ।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপদ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে ১৯, কামারখন্দে ৮, বেলকুচিতে ১৬, চৌহালীতে ১৮, রায়গঞ্জে ৬, উল্লাপাড়ায় ১ এবং তাড়াশে ৮ জন রয়েছেন। তিনি আরও বলেন, করোনায় নতুন আক্রান্তদের মধ্যে ৮ জনকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৩ জন । মঙ্গলবার ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
করোনাভাইরাস (কোভিড-১৯) সচেতনতায় সরকার ঘোষিত যে লকডাউন চলছে তা সবাইকে মেনে চলতে এবংসবাইকে অব্যশই মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বলেছেন তিনি।