সিরাজগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় ১১৮ জন আক্রান্ত
আজিজুর রহমান মুুুুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলায় ২৪ ঘন্টায় নতুন ১১৮ জন করোনা আক্রান্ত হয়েছে। জেলা সিভিল সার্জন এর তথ্য অনুযায়ী করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১৫ জনের।
১১৮ জনের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ২১ জন, বেলকুচি উপজেলার ০৩ জন, কাজিপুর উপজেলার ৩২ জন, কামারখন্দ উপজেলার ১৪ জন, উল্লাপাড়া উপজেলার ২১ জন, রায়গঞ্জ উপজেলার ০৭ জন, শাহজাদপুর উপজেলার ০৭ জন, তাড়াশ উপজেলায় ০৪ জন ও চৌহালী উপজেলার ০৯ জন। আজকের ১১৮ জন সহ সিরাজগঞ্জ জেলায় এ যাবৎ মোট ৪,৮৮৯ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ৩,৫৫৬ জন সুস্থ ও ৩২ জন মৃত্যুবরন করেছেন।
এদিকে সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসমূহ কর্তৃক পরিচালিত করোনা সংক্রান্ত মোবাইল কোর্ট এর মধ্যে জেলায় মোট ১২৭ মামলা ও ৬৯৩৪০ অর্থদণ্ড করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।