সিরাজগঞ্জে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
১৭ এপ্রিল ২০২২ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে জেলা তথ্য অফিস, ও রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের হলরুমে ঐতিহাসিক মুজিবনগর দিবস আলোচনা সভা ও প্রামাণ্যচিএ প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতি রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা খান, ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, , এছাড়াও আরো সে সময়ে উপস্থিত ছিলেন অএ কলেজের ইতিহাস বিভাগ সহকারীঅধ্যাপক মোঃ আব্দুল কাইয়ূম, হিসাব বিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক মোঃ নূরল হক, রাষ্ট বিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক শিউলী সুমন, অর্থনীতি বিভাগ সহকারী অধ্যাপক মোঃ হুমায়ন কবির, সমাজ বিজ্ঞান জ্যেষ্ঠ প্রভাষক রেবেকা সুলতানা, আরবি বিভাগ জ্যেষ্ঠ প্রভাষক এস এম শফি মাহমুদ, ব্যবস্থাপনা বিভাগ প্রভাষক মোঃ রায়হান কবীর মিঠু, প্রমূখ,
জেলা জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন – ১৭ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ দিন। রক্তারক্ষরে লেখা একটা সোনালী দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করার ঘোষণা দিলেন। এর আগে একই বছরে ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বৈদ্যনাথতলায় এই সরকার শপথ গ্রহনকরে। পরের ১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেন। তার এই ভাষন আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। এ ভাষণে তিনি দেশব্যাপী পরিচালিত প্রতিরাধ যুদ্ধের বিস্তারিত তুলে ধরেন। এছাড়া ও ১৭ এপ্রিল মন্ত্রীসভার শপথ গ্রহণের তারিখ নির্ধারিত হয়।
তাজউদ্দিনের ভাষণের মধ্যে দিয়েই দেশ বিদেশের মানুষ জানতে পারেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনা লক্ষে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে। এর পর পথপরিকমায় ১৭ এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গ সরকার প্রতিষ্ঠা লাভ করে।
উল্লেখ্য – ঐতিহাসিক মুজিবনগর দিবসটি উদযাপন উপলক্ষে কলেজের ছাত্র- ছাত্রীদেরকে প্রজেক্টরের মাধ্যমে মুজিবনগর দিবসের কার্যক্রম দেখানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ প্রভাষক ইংরেজি বিভাগ ইস্রাফিল হাসান,