সিরাজগঞ্জে ১৫ দিন ব্যাপি ফলদ-বনজ বৃক্ষ বৃক্ষমেলার শুভ উদ্বোধন ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগ ও কৃষি অধিদপ্তরের আয়োজনে -“ফলদ-বনজ বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা -২০১৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের মুক্তির সোপানে ওই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, গাছ সবাইকে লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে, গাছ আমাদের পরম বন্ধু, বিগত ৫ বছর আগে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সে গাছগুলো লাগিয়েছি সেগুলো অনেক বড় হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক হাবিবুল হক, সিরাজগঞ্জ নার্সারি মালিক সমিতি’র সভাপতি মোঃ আকাব্বর আলী, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ সিরাজগঞ্জের জেলা নির্বাহী কমিটি’র উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সামাজিক বন বিভাগ-পাবনা এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ বিমল কুমার দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌরপ্যানেল মেয়র হেলাল উদ্দিন প্রমুখ। পরে, শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় ও সবুজ কানন স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০০ জনকে বিনামূল্যে ফলের ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৫ দিন ব্যাপি ফলদ -বনজ এ মেলায় ৪৩ টি স্টল রয়েছে ।