সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১০৩টাকায় পুলিশে চাকুরী চূড়ান্তভাবে নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন এসপি।

স্টাফ রিপোর্টার ঃ

সিরাজগঞ্জে মেধা ও যোগ্যতারভিত্তিতে মাত্র ১০৩টাকায় ১৭৯জন তরুণ-তরুণী পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে ফুলদিয়ে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বিপিএম। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশলাইনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের নাম ঘোষণা করার পর এ শুভেচ্ছা জানান হয়।  সুপার টুটুল চক্রবর্তী বিপিএম জানান, কোনও অনিয়ম ছাড়াই ১৭৯জনকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে তরুণ ১৩৬জন ও তরুণী ৪৩জন। তিনি আরও জানান, এ নিয়োগে ১০০টাকার ব্যাংক ড্রাফট ও ৩টাকার ফরম ছাড়া আর কোনও টাকা লাগেনি। 

জেলা পুলিশ সূত্র জানায়, এবার ৩হাজার ৩২০জন তরুণ-তরুণী পুলিশ কনস্টেবল পদপ্রার্থী মাঠে দাঁড়ায়। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় ১৫০৫জনকে। তাদের মধ্যে ৩০৮জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। এদের মধ্যে ১৭৯জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।

চূড়ান্ত নাম ঘোষণার পর নির্বাচিতদের মধ্যে সদর উপজেলার বহুলী ইউনিয়নের আকতার হোসেনের ছেলে রিকশা চালক মো. হাসান, কামারখন্দ উপজেলার তাাঁত শ্রমিকের মেয়ে শাহীদা খাতুন, উল্লাপাড়ার উপজেলার মুরগী ব্যবসায়ী হযরত আলীর মেয়ে তাসলিমা খাতুনসহ অনেকেই আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলে সাংবাদিকদের বলেন- টাকা দিয়ে কোনদিনও চাকরী নেয়া সম্ভবপর ছিলোনা। পুরোপুরি মেধা ও যোগ্যতার কারণে তারা চাকরী পেয়েছেন। এতে তারা দারুণভাবে আনন্দিত।