সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হোমিওপ্যাথিক গ্লোবিউল দিয়ে তৈরী রসকদম মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে হোমিওপ্যাথিক গ্লোবিউল দিয়ে রসকদম তৈরী করায় সুব্রত সুইটস এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ৩ এপ্রিল সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । অভিযানে সহায়তা করেন সেনেটারী ইন্সেপেক্টর আলী নওয়াজ চৌধুরী ও জেলা আনসার বেটলিয়ান বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদে ভিত্তিতে হোমিওপ্যাথিক গ্লোবিউল দিয়ে রসকদম তৈরী, অস্বাস্থ্যকর পরিবেশ,অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি তৈরী,উৎপাদিত পন্যে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায়,হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে মিষ্টি তৈরীর অপরাধে সুব্রত সুইটসের মালিক কে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফয়সাল আহমেদ জানান, সার্বিক বিষয়ে সুব্রত সুইটস এর মালিককে সতর্ক করা হয় এবং উল্লেখিত বিষয়গুলো সংশোধনের জন্য নির্দেশ প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে