সিরাজগঞ্জে হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিকদের নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে হাসপাতাল ও ক্লিনিক ডায়াগনস্টিক মালিকদের সম্মনয়ে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ( ৫ সেপ্টেম্বর ২০২৩) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ পৌরসভার পৌর সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর, ও সিরাজগঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ. কে. ফরহাদ হোসাইন এর সঞ্চালনায় হাসপাতাল বর্জ্য ব্যাবস্থাপনা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী উপ-পরিচালক মো. আহসান হাবীব,
সিরাজগঞ্জ সিভিল সার্জেন ডাঃ রামপদ রায়,
সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল ১ মেয়র মো. নুরুল হক, এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আমিনুল হক, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা কনসালট্যান্ট ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ততিৎ কান্তি বিশ্বাস, স্বপ্ন নির্বাহী পরিচালক মো. জিয়াউর রহমান, জাতীয় বিশেষজ্ঞ ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা এস.এম জুবায়ের বিন আরাফাত, প্রমূখ,
প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি তার বক্তব্য বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে কারণ চিকিৎসা বর্জ্যর সঙ্গে চিকিৎসা প্রক্রিয়ায় যেসব বর্জ্য তৈরি হয় তা মেডিকেল বর্জ্য হিসেবে ধরা হয়। তবে সাধারণ মানুষের ব্যবহার করা মাস্ক-গ্লাভস, পিপিই বা একই ধরনের অন্যান্য বর্জ্যকে মেডিকেল বর্জ্য হিসেবে ধরা হবে কি-না তা এখনো পরিষ্কার হয়নি। এ ধরনের বর্জ্যরে দুই ধরনের প্রভাব রয়েছে। একটি জনস্বাস্থ্যগত, অন্যটি পরিবেশগত। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জনস্বাস্থ্যগত দিক লক্ষ করলে দেখা যাবে, এ বর্জ্যরে নিরাপদ বিনষ্ট ও শোধন না হলে পরিবেশগত ঝুঁকি তৈরি হয়। তাই বিনষ্ট ও শোধনের আগের কয়েকটি ধাপ যেমন বর্জ্য শনাক্ত করা, আলাদা করা ও পরিবহনের সঙ্গে জনস্বাস্থ্যগত ঝুঁকি যুক্ত থাকে। এ বিষয়ে প্রশিক্ষণ, তদারকি ও মনিটরিং প্রয়োজন হয়ে পড়েছে।