সিরাজগঞ্জে হাজী আহমাদ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ অপসারনের দাবীতে স্মারক লিপি প্রদান।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরে হাজী আহমাদ আলী আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শামছুল আলম এর নানা অনিয়ম, দূর্নীতি ও অর্থ আত্নসাতের অভিযোগ এনে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তার অসারনের দাবীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর এক স্মারক লিপি প্রদান করেছে।
স্মারক লিপিটি রোববার (২৪ মার্চ-২০১৯) দুপুরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ গ্রহন করেন।
স্মারক লিপি প্রদানকালে অত্র মাদ্রাসার রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, আরবী বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদুজ্জামান হাবিবী, প্রভাষক মোঃ রুহুল আমিন, বাংলা বিভাগের প্রভাষক হাসনা হেনা, গণিত বিভাগের প্রভাষক হুসনে আরা খাতুন, আরবী বিভাগের প্রভাষক আতাউর রহমান, বাংলা বিভাগের সহকারি শিক্ষক পিয়ারা খাতুন, জীববিদ্যা বিভাগের প্রভাষক রাবেয়া পারভীন, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মনোয়ারা খাতুন সহ অন্যান্য শিক্ষকগন উপস্হিত ছিলেন।
উল্লেখ্য যে, অধ্যক্ষ সামছুল আলম দায়িত্বভারগ্রহণ করার পর হতেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে নানা অনিয়ম করে অর্থআত্নসাৎ করে আসছে। বিশেষ করে শিক্ষার্থীদের ফরম ফিলাম, ভর্তি ফি, ভাইবা সহ বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত অর্থ আদায় করে আত্নসাৎ করার অভিযোগ উঠে।
এ সমস্ত দূর্নীতি স্বেচ্ছাচারিতার কারনে ভ্রাম্যমান আদালতে সাজাও ভোগ করেন এবং সাময়িক বরখাস্ত ও হন । অধ্যক্ষ সামছুল আলমের দূর্নীতি, স্বৈরাচার প্রতিরোধের জন্য তার অপসারনের দাবীতে গত শনিবার ২৩ মার্চ-২০১৯ সকালে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি,শিক্ষার্থীরা এক মানববন্ধন করে এবং অধ্যক্ষ কার্যালয় তালাবন্ধ করে। শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক উন্নতি ও অগ্রতি নিশ্চিত করনের জন্য দূর্নীতিবাজ, স্বেচ্চাচারী, অযোগ্য অধ্যক্ষ সামছুল আলমকে অনতিবিলম্বে অপসারন করার জন্য জোর দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানান। দূর্নীতিবাজ অধ্যক্ষ সামছুল আলমকে অপসারন করা না পর্যন্ত লাগাতার কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানা যায়।