সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ষাটোর্ধ বৃদ্ধের মৃত্যু , শিশুসহ আহত ৫

 

মাসুদ রেজা , সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে মেঘুল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জামাল উদ্দিন (৬০) নামের এক সিএনজি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহতাবস্থায়
নারী ও শিশুসহ উদ্ধার করা হয়েছে আরও ৫ জনকে।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বেলকুচিতে মেঘুল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি একে অপরকে ক্রস করার সময় মুখোমুখি সংঘর্ষে ঘটে। এ স্থানীয় জনসাধারণ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় জামাল উদ্দিন নামের এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়। নিহত জামাল উদ্দিন পাবনা জেলার ঈশ্বরদী থানার মাড়মী গ্রামের মৃত কোরবান সরকারের ছেলে।

আহতরা হলেন, কিপাত সরদার, হোসনেয়ারা, সাইফুল ইসলাম, নুরমহল ও শিশু আতিকা। আহতদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কভার্ড ভ্যান ও সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।