সিরাজগঞ্জে স্বামীর লাথির আঘাতে স্ত্রীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামীর লাথির আঘাতে খাদিজা খাতুন (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের ভাই হুসাইন শেখ বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে স্বামী আব্দুল্লাহ শেখ পলাতক রয়েছেন।
রবিবার রাতে শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, নিহত খাদিজা খাতুনের স্বামী বিদেশে থাকতো। কয়েকদিন হলো সে দেশে ফিরেছে। দেশে ফেরার পর থেকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জেরে রবিবার রাতে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী আব্দুল্লাহ শেখ স্ত্রী খাদিজাকে এলোপাথারি কিলঘুষি ও লাথি মারে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের লোকজন তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে রাতেই পুলিশ খাদিজার লাশ উদ্ধার করে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য আজ সোমবার সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। এঘটনায় নিহততের ভাই হুসাইন শেখ বাদী হয়ে আব্দুল্লাহ শেখকে আসামী হরে মামলা দায়ের করেছেন।