সিরাজগঞ্জে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সিরাজগঞ্জ শহরের স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার এস,এস রোডস্হ বাসভবনে স্বাচিপ এর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন অনুষ্ঠানে কেক কর্তন, আলোচনা সভা করা হয়েছে ।

এতে সভাপতিত্ব করেন, স্বাচিপ সিরাজগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস শারিতা মিল্লাত। এসময় স্বাচিপ এর সদস্য চিকিৎসকগন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত কে বিজয়ী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।