সিরাজগঞ্জে স্বাচিপ এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালী প্রদর্শন।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালী প্রদর্শন করা হয়েছে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে
বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় সিরাজগঞ্জ ২৫০ শর্য্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ হতে শুরু হয়ে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবংবর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন, সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
এ সময়ে জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে সুখী সমৃদ্ধি দেশ গড়তে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সার্বজনীন স্বাস্থ্য সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, স্বাস্থ্যসেবা খাত সহ বিভিন্ন দপ্তরের দৃশ্যমূলক উন্নতি করেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে দেশে-বিদেশে প্রশংসা অর্জন করেছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে আরো শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে জনগণের প্রতিক নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ওয়ালিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এবং সার্বিকভাবে দায়িত্ব ছিলেন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জাহিদুল ইসলাম হীরা।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে র্যালিতে যোগদান করেন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক একরাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএম) সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ জহুরুল হক রাজা, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আকরামুজ্জামান, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আমিরুল হোসেন চৌধুরী, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জের পরিচালক ডাঃ মোঃ মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ।
এ সময়ে আনন্দ র্যালিতে
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জে নেতৃবৃন্দরা, চিকিৎসক, নার্স রা সহ হাজারো মানুষদের উপস্থিত পরিলক্ষিত হয়।