সিরাজগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার ঃ
স্কুল ছাত্রী অপহরণ মামলায় সিরাজগঞ্জে রায়গঞ্জে মারুফ সরকার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত । একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে । গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই কারাদন্ড প্রদান করেন। মঙ্গলবার সকাল ১১ টায় এই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট কাওসার আহমেদ লিটন এই তথ্য নিশ্চিত করেছেন ।
দন্ডপ্রাপ্ত মারুফ হোসেন জেলার রায়গঞ্জ উপজেলার কমরপুর গ্রামের মিন্টু সরকারের ছেলে । মামলার অভিযোগে পত্রে উল্লেখ করা হয়েছে, রায়গঞ্জ উপজেলার মাধাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী রাবেয়া খাতুন আদুরী কে প্রায়ই উত্যক্ত করতো একই গ্রামের বখাটে মারুফ সরকার । স্কুল ছাত্রীকে একাধিকবার বিয়ের প্রস্তাব ও দিয়েছে সে। এই প্রস্তাবে রাজি হননি স্কুল ছাত্রীর পরিবার। এতে ক্ষুব্ধ হয় বখাটে মারুফ । এরই জের ধরে ২০০৯সালের ২৩ ফেব্রুয়ারী ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বখাটে মারুফ ।
এ ব্যাপারে স্কুল ছাত্রীর পিতা আব্দর রহমান ফকির বাদী হয়ে আদালতে অপহরণ মামলা দায়ের করেন । মামলা দায়েরের ৮ মাস পর বগুড়া জেলার শেরপুর উপজেলার শোলাকুড়া গ্রাম থেকে মারুফের হেফাজতে থাকা
আদুরীকে উদ্ধার করে পুলিশ।