সিরাজগঞ্জে সেসিপ এর আওতায় ই-লার্নিং মেলা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
ই -লার্নিং এ ইচ্ছে মতন, শিখবো যখন তখন ‘এই শ্লোগান কে ধারন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের সেসিপ এর আওতায় ই-লার্নিং শিক্ষা কার্যক্রম প্রসারে লক্ষ্যে এক ই-মেলা সিরাজগঞ্জে ঐতিয্যবাহী সবুজ কানন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মঙ্গলবার (১২ মার্চ ২০১৯) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন, সেসিপ ও ডিএস এইচ ই অতিরিক্ত সচিব, যুগ্ম প্রোগ্রাম পরিচালক ও সিরাজগঞ্জের কৃতিসন্তান মোঃ আবু ছাইদ শেখ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব ও রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর উর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী বিভাগীয় অঞ্চল পরিচালক ড. আব্দুল মান্নান সরকার , সহকারী পরিচালক ড.আবু রেজা আজাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। আরো বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ, সেসিপ এর প্রজেক্ট অফিসার মোঃ ইসমাঈল হোসেন, কন্সালটেন্ট এ.কে.এম. শামসুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমআরা । শুভেচ্ছা বক্তব্য রাখেন, সবুজ কানন স্কুুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ মাহফুজা পারভীন, । প্রধান অতিথি আবু ছাঈদ শেখ বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল সমৃদ্ধ বাংলাদেশে ভবিষ্যত প্রজন্ম শিক্ষার্থীদের আই সি টি শিক্ষা অর্জনে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক মানের শিক্ষার তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহারে ই-লার্নিং এর মাধ্যমে শিক্ষা অর্জন করতে হবে। এজন্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আই এল সি বা আই সিটি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে । তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওয়েব সাইটে এন সি টিবি এর শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যবলী ই-লার্নিং বি ডি, ফেসবুকপেজ, ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যবলী সংগ্রহ করা যায়। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য বিশ্ব ভান্ডারে যাবতীয় তথ্য ই-লার্নিং এর মাধ্যমে খুব সহজে অর্জন করতে সক্ষম হবে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে কম্পিউটার ল্যাব স্হাপনের জন্য সরকার উদ্যাগ গ্রহন করেছে। এরি ধারাবাহিকতায় সেসিপ শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে উৎসাহিত করতে ই -লার্নিং মেলার আয়োজন করেছে। সেসিপ এর ই-লার্নিং মেলায় বিভিন্ন স্কুলের শিক্ষক -শিক্ষার্থীরা কুইজ, নৃত্য পরিবেশন করেন, প্রথমা , ‘ডিজিটাল বাংলাদেশ’ বির্তক প্রতিযোগিতা, ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সেসিপ এর কডিনেটর এইচ, গম ঈসমাঈল ও ইটি এল ম্যানেজার আশরাফ।