সিরাজগঞ্জে সাতদিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মোৎসব এর সমাপনী
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
‘অগ্নি-ঋষি ! অগ্নি-বীণা’ তোমায় শুধু সাজে। তাই তো তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে’ বাংলাদেশের জাতীয় কবি নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার শততমবর্ষ চলছে। ১৯২২ সালের অক্টোবর মাসে অগ্নিবীণার মাধ্যমেই কবি সবার মনে শক্ত আসন গেড়ে বসেছিলেন। কতশত গান, কবিতা, গল্প, উপন্যাস রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন । অগ্নিবীণার এই শততমবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মবার্ষিকী ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মোৎসব উপলক্ষ্যে ১০ ই জ্যৈষ্ঠ ১৪৩০/২৪ মে হতে ১৬ জৈষ্ঠ্য ৩০ মে -২০২৩ খ্রীঃ পর্যন্ত নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে ৭ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী করা হয়েছে।
এ নজরুল জন্মোৎসব উদযাপন উপলক্ষ্যে সংগীত, কবিতা, নৃত্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উদ্বোধনী পর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেককর্তন, ভ্রাম্যমাণ নজরুল সংগীত পরিবেশন এবং প্রতিদিন সন্ধ্যায় শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা সহ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশেন করা হয়েছে ।
সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ হেলাল আহমেদ এবং স্বাগত বক্তব্যে রাখেন , সাধারণ সম্পাদক মোঃ রায়হান কবীর মিঠু। সমাপনী সন্ধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ নুরুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, কবি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ নিত্য রঞ্জন পাল, ভারত এর কলকাতার সুনামখ্যাত নজরুল সংগীত শিল্পী ড. বনানী দে এবং মঞ্জুষা চক্রবর্তী । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠক, নাট্যব্যক্তিত্ব ও সংগীত শিল্পী ইমরান মুরাদ। এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কবি মোঃ আব্দুল বারী সেখ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি সহ অন্যান্যরা।
সমাপনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর নজরুল সংগীত পরিবেশন করেন, কলকাতার সুনাম খ্যাত টিভির নজরুল সংগীত শিল্পী ড. বনানী দে, মঞ্জুষা চক্রবর্তী এবং সিরাজগঞ্জ নজরুল একাডেমি সংগীত শিল্পী জুবায়ের জিকো, সূর্য বারী, ইমরান মুরাদ প্রমুখ।
আলোচক অতিথিবৃন্দরা, কবি কাজী নজরুল ইসলাম ১৯৩২ সালে সিরাজগঞ্জে ট্রেনে করে বাণীকুঞ্জে এসেছিলেন এসময়ে বিদ্রোহী কবিকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়। বাণিকুঞ্জ ( সিরাজীবাড়ী) তে এসে কবি নিজের মুখে বলেছেন সন্মান, আদর ও অতিথেয়তায় মুগ্ধ।
সে সব স্মৃতিচারণ করে এবং কবি নজরুল ইসলামের সংগীত, গজল, কবিতা, রচনা উপর আলোকপাত করা সহ বর্তমান সমসাময়িক সময়েও নজরুলের বাণী অনেক বেশি প্রাসঙ্গিক বলে মত তুলে ধরেন আলোচক গণ।
কবি নজরুল যে অসাম্প্রদায়িক চেতনার বাণী ছড়িয়ে দিয়েছেন, সকল অন্যায়ের বিরুদ্ধে যে বজ্র্রকন্ঠে আওয়াজ তুলেছেন তা এ প্রজন্মদের জানতে হবে।
কবি কাজি নজরুল ইসলাম আমাদের চেতনার সাথে মিশে আছে। তাদের দর্শন চিন্তা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।