সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হক খোকন এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন। :
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জে প্রথম আলোর প্রতিনিধি এনামুল হক খোকনের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জের আয়োজনে রোববার বিকেল সাড়ে তিনটায় পৌর শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হেলাল আহমেদ, সাংবাদিক আইয়ুব আলী, অশোক ব্যানার্জি, স্বপন মির্জা, প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জের উপদেষ্টা প্রদীপ সাহা প্রমুখ।
এ সময় বক্তারা প্রয়াত এনামুল হক খোকনের দীর্ঘ কর্মময় জীবনের নানা বিষয় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।