সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত।
আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ীতে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী এক ভাই নিহত আরেক ভাই আহত হয়েছে। নিহত বাবুল শেখ (৩৫) সিরাজগঞ্জ সদর থানার রঘুনাথপুরের শাহ জামালের ছেলে। আরেক ভাই তারিকুল (২২) কে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদেক আলী জানান, বুধবার সকালে মোটরসাইকেল যোগে দু ‘ভাই ঢাকায় যাবার পথে এ মহাসড়কের কোনাবাড়ীতে পৌছলে দ্রুতগামী একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বাবুল শেখ মারা যায়।