উল্লাপাড়া

সিরাজগঞ্জে শিয়াল আতঙ্কে ৫ গ্রামের মানুষ

উল্লাপাড়ায় শিয়াল আতঙ্কে দিন কাটছে পাঁচ গ্রা’মের মানুষের। গ্রামগুলো হলো-পূর্বদেলুয়া, মাগুড়াডাঙ্গা, গিয়ালা, পূর্ণিমাগাঁতী ও গোয়ালজা’নী। গত চারদিনে শিয়ালের কামড়ে স্কুলছাত্রসহ অন্ত’ত ১৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এদের মধ্যে পূর্বদেলুয়া গ্রামের লোকই বেশি।

আহতদের মধ্যে ১০ জনকে উল্লা’পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিয়াল আতংকে লাঠিসোটা হাতে ফসলের মাঠে যাচ্ছেন গ্রামের লোক’জন। রোববার (২৪ এপ্রিল) একটি শিয়াল পি’টিয়ে মেরে ফেলেছেন স্থানীয়রা।

বড়হর ইউনিয়নের মেম্বার ও পূর্বদেলুয়া গ্রামের বাসিন্দা বাবলু রায় জানান, কয়েকদিন আগে ১৫ থেকে ২০টি শিয়াল পূর্বদেলুয়া ও মাগুড়াডাঙ্গা গ্রামের পাশের মাঠে ধানক্ষেতে আশ্রয় নেয়। প্রথম দিকে রাতে এরা গ্রামে ঢুকে খুব ডাকাডাকি করতো। তিন’দিন আগে পূর্বদেলুয়া গ্রামের তারেক হোসেন ও সোহেল রানা পাশের ধানের মাঠে গেলে একসঙ্গে ৩-৪টি শিয়াল তাদের আক্রমণ করে। এতে দুজনই আহত হন।

পরেরদিন সোহরাব হোসেন ও রোকেয়া খাতুন গ্রামের পাশে মাঠে গেলে তাদেরকেও একইভাবে শিয়াল কামড়ায়। এভাবে গত চারদিনে পূর্বদেলুয়া গ্রামে স্কুলছাত্র শাহাদৎ হোসেন ও সাথী খাতুন, রফিকুল ইসলাম, আব্দুর রহমান ও আব্দুল আলীম শিয়ালের কামড়ে আহত হন।

ইউপি মেম্বার আরও জানান, পার্শ্ববর্তী মাগুড়াডাঙ্গা গ্রামের আক্তার হোসেন, গোয়ালজানী গ্রামের মন্টু মন্ডল, পূর্ণিমাগাঁতী গ্রামের শাহ আলম ও আব্দুল আলীম শিয়া’লের কামড়ে আহত হন বলে জানা গেছে। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় কয়েকজন জানান, শিয়াল আতংকে তারা দিনে চলাফেরা করতেও ভয় পাচ্ছেন। এজন্য সঙ্গে লাঠিসোটা রাখছেন।