সিরাজগঞ্জে “শিখার” আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
সিরাজগঞ্জ পৌর এলাকার শীর্ষ স্থানীয় শিক্ষা ও সমাজ সেবামুলক প্রতিষ্ঠান “শিখার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৩.০৩.১৯ইং) সকালে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। শিক্ষা ও সমাজ সেবামুলক প্রতিষ্ঠান “শিখার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান সেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগৈর সহসভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও “শিখা” এর প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ ইসমাঈল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ সদর উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ এস এম নাছিম রেজা নুর দীপু । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী হাসান খসরু খান, রহমতগঞ্জ পঞ্চায়েত কমিটির সদস্য সচিব ও রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ বাবলা, রহমতগঞ্জ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আশরাফ আলী খান, রহমতগঞ্জ বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মতিন সেখ ও রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর সালমা খাতুন বি,এ প্রমূখ। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিখা’র সাংগঠনিক সম্পাদক এলজিডি প্রকৌশলী মশিউল আলম লিটন। শিখার এ অনুষ্ঠানের ৫১ জন মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়। এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।