সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, জুয়া সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ।

আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া স্কুল এন্ড কলেজে এবং শিয়ালকোল ইউনিয়নের  আড়িয়ামোহন হাইস্কুলে  ছাত্র- ছাত্রীদেরকে  বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া ও ডেংগু জ্বর সম্পর্কে সচেতনামূলক আলোচনাকরেন  এবং সামাজিক এ ব্যাধিগুলো দূর করতে এগিয়ে আসার আহবান জানান,সিরাজগঞ্জ  সদরের সহকারী কমিশনার (ভূমি)মোঃ আনিসুর রহমান। শনিবার (২নবেম্বর)  সকালে স্কুল চলাকালে ওই অনুষ্ঠানে, এসময়  উপস্থিত ছিলেন, অত্র স্কুল দুটি’র  প্রধান শিক্ষক /অধ্যক্ষ ও  ভূমি সহকারী কর্মকর্তা  মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।