সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শাহীন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ শাহীন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং সবজি উৎসব, পিঠা উৎসব ও বইমেলা -২০২৩ অনুষ্ঠিত এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার আয়োজনে
বুধবার (১৫ ফেব্রুয়ারী-২০২৩) সকাল ৮ হতে বিকেলে পর্যন্ত সিরাজগঞ্জের শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে উক্ত অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শাহীন স্কুল এন্ড কলেজ এবং এস.ই.এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানের   উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিরাজগঞ্জ-(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোঃ মোবারক হোসেন,  সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, সদর উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার এলিজা সুলতানা, কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবিব খোকা, পৌরছাত্রলীগের সভাপতি মোঃ মতিউর রহমান মতিন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিম তালুকদার ও সঞ্চালনায় ছিলেন, শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার শাখা পরিচালক  মোঃ নূরুল হক।

উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ১৬ টি স্টল করা হয়।  পিঠাখাই পুরস্কার পাই এশ্লোগানে  “পিঠা উৎসব”, বেশি বেশি সবজি খাই সুস্থ, থাকি পুরস্কার পাই-“সবজি উৎসব” বই পড়ে জ্ঞান পাই, বই পড়ে পুরস্কার পাই,  “বইমেলা”  করায় প্রতিযোগিদের মাঝে  প্রথম পুরস্কার ফ্রিজ ও আরও ৪ টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা সহ  র‍্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কার প্রদান এবং শিক্ষার্থী- অভিভাবকদের  বিভিন্ন খেলাধূলা  ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা সহ শাহীন শিক্ষা পরিবার (এস.ই.এফ) ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ২০২২ সালের মেধা অন্বেষণ পরীক্ষায় মেধা স্থান অর্জনকারী ৫৩ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রথম পুরস্কার ল্যাবটপ,দ্বিতীয় ৭ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫’ হাজার টাকা সহ অন্যদের পুরস্কৃত এবং  সনদ পত্র প্রদান করা হয়েছে।