সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শহীদ দিবসে বাগবাটি রাজিবপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও ওয়েবসাইট উদ্বোধন

 

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগবাটি রাজিবপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ফেব্রুয়ারী) বেলা ১১ঘটিকার সময় বাগবাটি রাজিবপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় তৌহিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী হয়ে আগে শিশু জন্ম নিলে তা ছিলো সমাজের বোঝা। কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তার ঐকান্তিক প্রচেষ্টায় এখন অটিস্টিক প্রতিবন্ধী শিশুরা দেশের সম্পদে পরিনতি হয়েছে। প্রতিবন্ধী শিশুরা যেনো সমাজের বোঝা না হয় সেজন্য সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী শিশুদের মানবসম্পদে পরিনতি করার জন্য অজপাড়া গাঁয়ে এই প্রতিবন্ধী বিদ্যালয়টি করার জন্য আমি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইমরান হাসমী কে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জ জেলায় আমি আরও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে বাগবাটি রাজিবপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি জেলার সেরা প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগবাটি রাজিবপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো.ইমরান হাসমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের সহধর্মিণী নীগার সুলতানা।

পরিচালনা করেন, বাগবাটি রাজিবপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা কুলি।

বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সাল হোসেন প্রমুখ।

এ-সময় অত্র বিদ্যালয়ের ভূমিদাতা রঞ্জু আহমেদ, প্রধান শিক্ষিকা শরিফা খাতুন, শিক্ষিকা আমিনা খাতুন সুমিসহ শিক্ষক /শিক্ষিকা,কর্মকর্তা /কর্মচারীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম শ্রেনি থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১৪টি খেলায় অংশ গ্রহণকারী প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের মধ্যে প্রথম,দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬৪ জন কে পুরস্কার প্রদান এবং খেলায় অংশ গ্রহণ কারী সকল প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাঝে শান্তনা মূলক পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা ও ছাত্র /ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।